Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

 

১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ

ভুমিকা ও ভৌগলিক অবস্থান: যশোর জেলাধীন সদর উপজেলা পরিষদ কার্য্যলয় হতে যশোর-খুলনা মহাসড়কের পার্শ্বে ১০ কি.মি দুরত্বে এ কার্য্যালয় টি অবস্থিত। এ ইউনিয়নের উত্তরে ভৈরব নদী, দক্ষিনে ঢাকুরিয়া ইউনিয়ন, পশ্চিমে রামনগর ইউনিয়ন ও পূর্ব বসুন্দিয়া ইউনিয়ন।

 

এক নজরে ইউনিয়ন পরিষোদের তথ্য

১. আয়তন ১৪ বর্গ কি.মি

২. মৌজার সংখ্যা: ১৫ টি

৩. গ্রামের সংখ্যা: ১৫টি

৪.পরিবারের সংখ্যা: ৭.৩৬৪

৫. মোট জনসংখ্যা:

ক) পুরুষ-১৭৩৮৮ জন খ) মহিলা- ১৭১২০জন

৬. জনসংখ্যার ঘনত্ব: ২৪৬৫ জন প্রতি বর্গ কিলো মিটার।

৭. স্বাক্ষরতার হার: ৭২%

৮. মাথাপিছু আয়: ২৭৬০০ টাকা (বার্ষিক)

৯. জন্ম নিবন্ধনের হার: ১০০%

১০. স্যানেটারী লেট্রিন ব্যবহারের হার: ১০০%

১১. সুপেয় পানি ব্যবহারকারীর হার: ১০০%

১২.প্রধান পেশা:

কৃষি: ১৩৯৬৫ সরকারী চাকুরী ২২৬ বে-সককারী ৮৬০ অন্যান্য৬২১

২৩. কৃষি জমির (একরে):

এক ফসলী ৬৭৫ একক। দো ফসলী ৩১৫০ একর । তিন ফসলী ১৫২০ এককর

১৪. খাস জমি: (একরের)

কৃষি নাই। অকৃষি: ২৭০.৬১একর

১৫. হাট বাজার ০১টি]

১৬. সরকারী জলমহাল: ০১টি

১৭. বাওড়/বিলের সংখ্যা: ০২ টি

১৮. আশ্রয়ন/আবাসের সংখ্যা: নাই

ক) আশ্রয়ন- নাই

খ) আবাসন-নাই

গ) পূর্নবাসিত পরিবারের সংখ্যা; নাই

১৯. মোট রাস্তা: পাকা-৯.৫০ কি:মি

কাচা-৪৫ কি. মি.

 এইচ বি বি ২৩ কি.মি

২০. নলকুপ: ক) হস্তচালিত-৪২৬৫ খ) অগভীর-৪০৫টি গ) ৪৩টি

২১. কলেজের সংখ্যা: ০১ টি

২২. মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৫টি

২৩. নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা:- নাই

২৪. মাদ্রসার সংখ্যা ৫টি

২৫. সরকারী প্রাথমিক বিদ্যালয়-৮টি

২৬. রেজি: প্রাথমিক বিদ্য্যালয়-৯টি

২৭. স্বাস্থ্য ক্লিনিক: ৪টি

২৮. পোষ্ট অফিস: ৩টি

২৯. ব্লকের সংখ্যা-৩টি

৩০. মসজিদের সংখ্যা-৭১টি

৩১. মন্দিরের সংখ্যা-৮টি

৩২. গীর্জার সংখ্যা- নাই

৩৩. আশ্রমের সংখ্যা- নাই

৩৪. কবর স্থানের সংখ্যা- ৫১০টি

৩৫.ক্লাবের সংখ্যা-১৪টি

৩৬.এন জি ও সংখ্যা-২২টি

৩৭. হাস মুরগির খামারেরর সংখ্যা-১০৩টি

৩৮.গবাদি পশু খামারের সংখ্যা-১৫টি

৩৯. প্রত্নতত্ত্ব/ ঐতিহাসিক স্থানের নাম- বৃটিশ আমলে ১ম নীল কুঠি প্রতিষ্ঠিত হয়। অত্র নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গামে। উক্ত নীল কুঠিবৃটিশ আমলে সর্ব বৃহত।

৪০. উল্রেখযোগ্য বিবরণ: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাতা মহের বাড়ী নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে।

৪১.  স্কুল পর্যায়ে ১ টি , মাদ্রাসা পর্যায়ে ১  ও কলেজে পর্যায়ের ১টি পরীক্ষার কেন্দ্র আছে।